আর্জেন্টিনার হয়ে খেলতে চান মেসি; রাজি নয় পিএসজি!
হাঁটুতে চোটের লাগার কারণে সবশেষ দুই ম্যাচে পিএসজির জার্সিতে মাঠে নামা হয়নি লিওনেল মেসির।কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলতে চান তিনি। তবে এই বিষয়ে রাজি নয় লিগ ওয়ানের জায়ান্ট ক্লাবটি।
ফ্রান্সের জনপ্রিয় প্রচারমাধ্যম লা প্যারিসিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে লিওনার্দো বলেন, ‘মেসি শারীরিকভাবে ভালো অবস্থানে নেই। সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। এমতাবস্থায় আমরা তাকে ছাড়তে পারি না।’
আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আগামী দশদিনের মধ্যে দুটি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং সবশেষে কোপা আমেরকিার রানার্সআপ দল ব্রাজিল।
বিমান যোগে প্যারিস থেকে আর্জেন্টিনা যেতে সময় লাগে ১৩ ঘন্টা। চোটের কারণে মাঠের বাইরে থাকা মেসির জন্য আপাতত এটা উচিত বলে মনে করছেন না পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
চোট থাকার পরও জাতীয় দলের হয়ে খেলতে চাওয়ার বিষয়টিকে বাড়াবাড়ি মনে করছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর, ‘খেলোয়াড়রা চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারলেও জাতীয় দলকে সার্ভিস দিতে চায়। এটা রীতিমতো বাড়াবাড়ি। আমি মনে করি, এসব বিষয় নিয়ে একটা চুক্তি করা দরকার।’