যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী পেসার আলী খানকে দলে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইটরাইডার্স। কাঁধে অস্ত্রোপচারের কারণে ইংলিশ পেসার হ্যারি গার্নির পরিবর্তে তাঁকে দলে নিয়েছে কলকাতা। তাই আইপিএলে এই প্রথম যুক্তরাষ্ট্রের পেসার খেলতে যাচ্ছেন।
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, এর আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন আলী খান। সদ্য সমাপ্ত সিপিএলে নাইটদের জার্সিতে আট ম্যাচে আট ৮ উইকেট নিয়েছেন আলী। আসরটির অন্যতম সেরা বোলার ছিলেন তিনি।
১৪০ কিলোমিটার গতিতে বোল করেন আলী খান। তাঁর বোলিংয়ে বৈচিত্র হচ্ছে ডেথ ওভারে চমৎকার ইয়র্কার। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস প্রশ্নের মুখে পড়েছিল। নামিবিয়ার কাছে হারলেই বিদায় নিতে হতো। সেই ম্যাচের ৪৯তম ওভারে একাই তিন উইকেট নিয়ে নামিবিয়াকে ধসিয়ে দেন তিনি। ২০১৮ সালে ওয়ানডেতে যুক্তরাষ্ট্রের প্রথম জয়ের ম্যাচেও সেরা হয়েছিলেন তিনি।
আলী খান ছাড়া কলকাতার অন্য বিদেশিরা হলেন টম বান্টন, ইয়ান মর্গান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ক্রিস গ্রীন, প্যাট কামিন্স, লকি ফার্গুসন। এদের মধ্যে মর্গান, রাসেল, নারিন, কামিন্স কেকেআরের প্রথম একাদশে অটোমেটিক চয়েস।