আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, আলাউদ্দিন জিহাদী রিমান্ডে
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামান এ আদেশ দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় মুফতি আলাউদ্দিন জিহাদীকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীর মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় আহলে সুন্নাত ওয়াত জামায়াতের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, এ মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে আজ সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আলাউদ্দিন জিহাদীর ফেসবুক আইডি গত কয়েকদিন আগে হ্যাক হওয়ার পর তাঁর পেজ থেকে হ্যাকাররা আল্লামা শফীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা পোস্ট করে। তিনি তাঁর আইডিটি উদ্ধার করার পর ওই পোস্টগুলো ডিলেট করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁ আইডি হ্যাক হওয়া বিষয়ে তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। কিন্তু পুলিশ সে ঘটনার তদন্ত না করে তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। তাঁকে যদি ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাবো। আর এর মধ্য দিয়ে দেশে যদি কোনো অরাজকতার সৃষ্টি হয় তাহলে আমরা দায়ী থাকবো না। এর জন্য দায়ী থাকবে সরকার।
এ মামলায় অপর আসামিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামের মানিক (১৫), ফরিদপুরের আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লার আহসান উল্লাহ (১৮)।