ইংল্যান্ডের দুঃখ প্রকাশ; ইংলিশরা পাকিস্তান সফর করবে আগামী বছর
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করে দুঃখ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছরই ইংলিশরা সফর করবে পাকিস্তানে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইসিবি প্রধান ইয়ান ওয়াটমোর।
ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত, যদি কেউ আমাদের এই সিদ্ধান্তে ব্যথিত হয়ে থাকে, বিশেষ করে পাকিস্তানে। সিদ্ধান্তটা আমাদের বোর্ডের জন্য খুবই কঠিন ছিল। তবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম খেলোয়াড় ও স্টাফদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণের কথা ভেবেই।’
অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে হয়েছে বলে তিনি আরো জানান, ‘বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছিল নিজেদের বিচারের ওপর ভরসা করে। আর বিষয়টা শুরুতেই বাতিলের পক্ষে ছিল না। আমরা শুরুতে সফরের বিষয়ে ইতিবাচকই ছিলাম। আমরা বিষয়টা খেলোয়াড়দের কাছে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু শেষমেশ বিষয়টা এমন হয়নি।’
ইসিবি প্রধান নিশ্চিত করেছেন, আগামী বছর পাকিস্তান সফরের প্রস্তুতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ তারা।