রাশিয়ার স্বায়ত্বশাসিত অঞ্চল চেচনিয়ায় ইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। মসজিদটি চেচনিয়ার আঞ্চলিক রাজধানী গ্রোজনির নিকটবর্তী শহর শালীতে অবস্থিত।
এটি ৯ হাজার ৭০০ বর্গমিটার জমির উপর নির্মিত। মসজিদটির ভেতরে ৩০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। এছাড়াও আশপাশের আঙিনা মিলে মোট ৭০ হাজার মানুষ এতে নামাজ আদায় করতে পারবেন।
মসজিদটি ডিজাইন করেছেন উজবেকীয় এক স্থপতি। এটি তৈরিতে গ্রিক মার্বেল পাথর এবং বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছে। আর মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে সাত বছর।
শুক্রবার (২৩ আগস্ট) পবিত্র জুমআর নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে।
চেচনিয়ার সরকার মসজিদটিকে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ বলে গণ্য করছেন। এর নাম রাখা হয়েছে ‘ফাখর আল-মুসলিমিন’ বা ‘মুসলমানদের গর্ব’।
চেচনিয়ার শাসক ও চেচেন নেতা রমজান কাদিরভ উদ্বোধনের সময় মসজিদটিকে আকার, সৌন্দর্য, নকশা ও বিশালত্বের দিক থেকে অনন্য বলে উল্লেখ করেছেন।
মসজিদটি আধুনিক ইসলামি স্থাপত্যের অনন্যতার সাক্ষর রেখেছে। উন্নতমানের মার্বেল পাথরে সজ্জিত মসজিদটির বাইরে ফোয়ারা ও সুবিশাল বাগানবীথি রয়েছে। এতে মসজিদের সৌন্দর্য বেড়েছে বহু গুণে।
মসজিদে প্রবেশে তিনটি সদর দরজা ও ৪টি সুউচ্চ মিনার রয়েছে। কারুকার্য, শোভানন্দন ও বৃহদায়তনের কারণে মসজিদটি দৃষ্টি কাড়ে যে কারো।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী চ্যারিটেবল অর্গানাইজেশনের (আইআইসিও) চেয়ারম্যান ও কুয়েত আমিরি দিওয়ানের উপদেষ্টা ড. আবদুল্লাহ আল-মাআতউকসহ উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকতে না পারলেও এক বার্তায় মসজিদটির প্রশংসা করে তিনি বলেছেন, এটি চেচনিয়া প্রজাতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।