BreakingLead Newsঅপরাধ ও দূর্ঘটনাজাতীয়ধর্ম ও জীবন

ইসকনের ২০২ অ্যাকাউন্টে লেনদেন ৪৬০ কোটির ও বেশি!

জমা ২৩৬ কোটি ৪২ লাখ, উত্তোলন ২২৩ কোটি ৭৩ লাখ টাকা

একটি নয়, দুটি নয়, গুণে গুণে ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে একই প্রতিষ্ঠানের নামে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর তদন্ত শেষে দেখা গেছে, এসব একাউন্ট এর মালিক বা সুবিধাভোগী সনাতন ধর্মীয় সংগঠন ইসকন।

সংশ্লিষ্ট সূত্রমতে, এসব ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেয়া হয়েছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা। এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল ও জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে।

এসব একাউন্ট এর পাশাপাশি, ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে তিন কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল। যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ইসকনের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে এর আগে বিএফআইইউ থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছিল। ব্যাংকগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে বিএফআইইউ। এসব প্রতিবেদন পুলিশের দু’টি গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসসহ ইসকনের ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ। ওইদিনই বিএফআইইউ এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Back to top button