ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের হিজবুল্লাহ
লেবাননের সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে যে তারা একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে। ওই ড্রোনটি দক্ষিণ লেবাননের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবার হিজবুল্লাহ ওই ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি ড্রোনটিকে কার্যকর সমরাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। পরে ওই ড্রোনটি দক্ষিণ লেবাননের ইয়েতার নামের গ্রামের কাছে ভূপাতিত হয়।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে একটি ইসরাইলি ড্রোন দক্ষিণ লেবাননে গিয়েছিল। পরে তা লেবানিজ ভূ-খণ্ডের অভ্যন্তরে ভূপাতিত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
ইসরাইলি ড্রোন ও জঙ্গিবিমানগুলো নিয়মিত লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে। ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাববিরোধী। ইসরাইলের দখলদার সেনাবাহিনী লেবাননের আকাশসীমা ব্যবহার করে পার্শ্ববর্তী সিরিয়াতেও বিমান হামলা করছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর