ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের আহ্বানকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ইরাককে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের আহ্বানকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের বিচার বিভাগীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে এই পরোয়ানা জারির তথ্য জানায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
এর আগে শুক্রবার ইরাকের ইরবিল শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের তিন শ’ নেতা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো ইবরাহীমি চুক্তিতে যুক্ত হয়ে ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান।
ইরাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবৃতিতে জানানো হয়, সম্মেলনের সাথে জড়িত তিন ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারা হলেন, উইসাম আল-হারদান, মিছাল আল-আলুসি ও সাহার আল-তায়ি।
বিবৃতিতে বলা হয়, ‘সম্মেলনে অংশগ্রহণকারী বাকিদের নাম প্রকাশিত হলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেয়া হবে।’
সূত্র : আরব নিউজ