ইসরায়েলে অস্ত্র বিক্রি নিয়ে চাপের মুখে বাইডেন
ফিলিস্তিনে টানা ১১ দিনের মতো ইসরায়েলি সামরিক আগ্রাসনের মধ্যে ইসরায়েলে আরও ৭৩৫ মিলিয়ন ডলারের বিপুল অস্ত্রের বিক্রি ঠেকাতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের উদারপন্থী আইনপ্রণেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের কাছে এই অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে একটি প্রস্তাবনা উত্থাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের বরাতে বৃহস্পতিবার জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি।
সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ‘এমন এক মুহূর্তে যখন আমেরিকার তৈরি বোমা গোটা গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করছে এবং নারী ও শিশুদের হত্যা করছে, তখন আমরা কংগ্রেসে কোনো ধরনের বিতর্ক ছাড়া আরও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করতে দিতে পারি না।’
I'm on the Senate floor NOW calling for an immediate cease-fire in Gaza. https://t.co/LkHMQKU1zg
— Bernie Sanders (@SenSanders) May 19, 2021
স্যান্ডার্সের মতো ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরোধী কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের উদারপন্থী আইনপ্রণেতা আলেকজান্দ্রা ওকাসিও কর্তেজ ইসরায়েলের কাছে এই অস্ত্র বিক্রি বন্ধে গত বুধবার একই রকম একটি প্রস্তাবনা উত্থাপন করেছেন।
The United States should not be rubber-stamping weapons sales to the Israeli government as they deploy our resources to target international media outlets, schools, hospitals, humanitarian missions and civilian sites for bombing.
We have a responsibility to protect human rights. https://t.co/OctBNYFpwp
— Alexandria Ocasio-Cortez (@AOC) May 19, 2021
তবে ইসরায়েলে আমেরিকান অস্ত্র বিক্রি বন্ধে তাদের ওই প্রচেষ্টা সম্ভবত সাফল্যের মুখ দেখবে না। কারণ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যানে এতে অনুমোদন দিয়েছেন।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান ২৮ সিনেটরের
এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান হামলা বন্ধে অতিসত্বর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ জন সিনেটর। গত সোমবার ডেমোক্র্যাট সিনেটর জন অসোফের নেতৃত্বে সিনেটররা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
Joint Statement Urging Ceasefire in Middle East pic.twitter.com/nkTNFqH7re
— Jon Ossoff (@ossoff) May 16, 2021
নিজের টুইটার অ্যাকাউন্টে যৌথ বিবৃতি তুলে ধরেন সিনেটর জন অসোফ। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘাত যাতে আর না বাড়ে এবং বেসামরিক মানুষের আর প্রাণহানি না ঘটে, এ জন্য অতিসত্বর আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’
জর্জিয়ার সিনেটর জন অসোফের নেতৃত্বে এই সিনেটরদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সও। শুরু থেকেই তিনি ফিলিস্তিনিদের ওপর হামলায় ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে সমর্থন বন্ধের দাবি জানিয়ে আসছেন।
যুদ্ধবিরতির আহ্বান ১৩০ কংগ্রেস সদস্যের
ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৩০ জন সদস্য শিগগিরই ইসরায়েল ও গাজার শাসক হামাসকে যুদ্ধবিরতির তাগিদ দিয়েছেন।
Alongside over 130 members of Congress, I am urging @POTUS to demand an immediate cease-fire in Israel & Palestine.
No more lives should be lost. pic.twitter.com/jEc2uZcgOS
— Rep. Mark Pocan (@repmarkpocan) May 19, 2021
যৌথ বিবৃতি দেওয়া এসব আইনপ্রণেতার সবাই বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। বিবদমান উভয়পক্ষকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানের পথ বাতলে সংঘাত বন্ধে উদ্যোগ না নেওয়ায় প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকার সমালোচনা করেন তারা।