ধর্ম ও জীবনশিক্ষাঙ্গন

ইসলাম গ্রহণ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিতু কুনডু (ভিডিও)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিতু কুন্ডু। তিনি ছাত্রজীবনে পুরোটা সময় আগ্রহ নিয়ে করেছেন ধর্মতত্ত্ব বিষয়ক পড়াশুনা। এসময় হিন্দু ধর্মসহ প্রধান সব ধর্মের গ্রন্থাবলি পাঠ করেন তিনি। জাপানে এ বিষয়ে পড়াশোনাও করেন। কিন্তু পরে বুঝতে পারেন, এগুলো মানুষের রচিত বই। এরপর পড়াশোনা ও জ্ঞান-বুদ্ধির আলোকে ইসলাম বিষয়ে এক মাস ব্যাপী পড়াশোনা শুরু করেন তিনি। ১৬ দিনের মধ্যেই তিনি সত্য উপলব্ধি করতে পারেন ও ইসলাম গ্রহণ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের ইসলাম গ্রহণে দীর্ঘ যাত্রার এই কথাগুলো তুলে ধরেন রিতু কুন্ডু।

অধ্যাপক রিতু কুন্ডু বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর্যন্ত আমি নিজের পরিবার, সমাজ ও মানুষের আচার-ব্যবহার পর্যবেক্ষণ করি। এ দীর্ঘ সময় হিন্দু ধর্মসহ প্রধান সব ধর্মের গ্রন্থাবলি পাঠ করেছি। জাপানেও এ বিষযে পড়াশোনা করি। ২০১২ সালে এসে বুঝতে পারি, এগুলো মানুষের রচিত বই।

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর আমি পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পাঠ করি। এর পাশাপাশি আমি হাদিসও পাঠ করি। মহান আল্লাহর নির্দেশনার কারণ ও বিধি-নিষেধ নিয়ে চিন্তা-ভাবনা করি। কখনো এ বিষয়ে স্বপ্নও দেখেছি। তা হয়ত অনেকের অবিশ্বাস্য মনে হবে।’

ইসলাম গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, ‘ দীর্ঘদিনের পড়াশোনা ও জ্ঞান-বুদ্ধির আলোকে আমি ইসলাম বিষয়ে এক মাস ব্যাপী পড়াশোনা শুরু করি। ১৬ দিনের মধ্যেই আমি সত্য উপলব্ধি করি এবং (২০১৭ সালের মার্চে) ইসলাম গ্রহণ করি। তখন থেকে আমি হিজাব পরিধান ও নামাজ আদায় শুরু করি।’

পরিবার ও বন্ধু-বান্ধবের বিরোধিতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার পরিবার ও বন্ধুরা আমাকে এমনটি করতে মানা করে। কিন্তু আমি তাদের কথায় প্রতিবাদ করে বলি, আমি বুঝেছি, আল্লাহ কেন আমাদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। আমি রাসুল (সা.)-কে ভালোবাসতে পেরেছি। আমি বুঝতে পেরেছি, তিনি কেন আমাদের এত সুন্দর সুন্দর উপদেশ ও নির্দেশনা দিয়েছেন। সুতরাং আজ থেকে নিজেকে তাঁর অনুগত হিসেবে স্বীকার করলাম।’

https://youtu.be/IqQgRB1KuUw

অধ্যাপক রিতু কুন্ডু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যাপনা করছেন।
সূত্র- আজকের ক্যাম্পাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Back to top button