উগ্রবাদের পেছনে রয়েছে স্কুল-কলেজ, মাদ্রাসা নয়ঃ পাক তথ্যমন্ত্রী
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, চরমপন্থা ও উগ্রবাদের পেছনে প্রধান কারণ স্কুল ও কলেজ, মাদ্রাসা নয়। অথচ মানুষ উল্টোটা বিশ্বাস করে।
পাকিস্তান ইনস্টিটিউট অব পিস স্টাডিজ কর্তৃক আয়োজিত ‘শান্তির সনদ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
এক্ষেত্রে চরমপন্থার কথা উল্লেখ করে তিনি বলেন, চরমপন্থার হুমকি এমন একটি বিষয়, যা দেশকে বিচ্ছিন্ন ও ধ্বংস করতে পারে। দুর্ভাগ্যবশত, রাজনৈতিক এবং বিদেশি নীতির কারণে পাকিস্তানকে এর দিকে ঠেলে দেয়া হয়েছিল।
ইসলাম ভারসাম্য ও শান্তির শিক্ষা দেয় মন্তব্য করে তিনি বলেন, ইসলাম বা অন্য কোনো ধর্মের শিক্ষা কোনো সমস্যা নয়, সমস্যা হল তাদের অপব্যাখ্যার বিষয়টি।
ফাওয়াদ চৌধুরীর মতে, চরমপন্থী দৃষ্টিভঙ্গি থাকাটা কোনো সমস্যা নয়। কারণ মানুষ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে এবং কোনো ব্যক্তিকে এভাবে চিন্তা করা থেকে কেউ আটকাতে পারে না। কিন্তু এ ধরনের ব্যক্তিকে কালাশনিকভ দিয়ে সরকারের ওপর আক্রমণ করার অনুমতি দেয়া যায় না।
‘ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা এবং অন্যের ওপর চাপিয়ে দেয়া- দুটি ভিন্ন জিনিস। অনেকে মনে করেন, চরমপন্থা বা উগ্রবাদের জন্য দায়ী মাদ্রাসাগুলো। কিন্তু তাদের এই ধারণা ভুল। মাদ্রাসা নয় বরং স্কুল-কলেজগুলোই উগ্রবাদ ছড়ানো এবং তা লালন করার জন্য দায়ী।
তিনি বলেন, দেশে কোনো গোষ্ঠীই যেন সহিংসতার আশ্রয় নিতে না পারে, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। তাহলে সমাজে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, মতামত সহাবস্থান করতে পারবে।