Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত এভারকেয়ার হাসপাতালের বোর্ডের বরাত দিয়ে এ কথা জানানো হয়েছে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

এই হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে খালেদা জিয়া গতকাল সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বাসায় ফেরার পর তিনি বলেন, এবারো চিকিৎসকরা তাকে সুচিকিৎসার জন্য ভালো কোনো দেশে নিতে বলেছেন। তার ফার্দার ম্যানেজমেন্ট, ফার্দার ফলোআপ এবং পরবর্তী চিকিৎসা নেয়া প্রয়োজন। এগুলো একটি মাল্টি ডিসেপ্ল্যানারি এডভান্স ডেভেলপ সেন্টারে করার কথা বলেছেন তারা।

খালেদা জিয়ার এবার ‘সি নিডস ভেরি গুড কোয়ালেটেটিভ মেডিকেল ট্রিটমেন্ট’ উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, দেশবাসীসহ অন্যান্য সবার মতো তিনি এবং তার পরিবারের সদস্যরা চান, সত্যিকার অর্থেই তার সুচিকিৎসা প্রয়োজন। সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুচিকিৎসা শেষে আবারো তাদের মাঝে ফেরত আসতে পারেন।

রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় খালেদা জিয়া প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ ও ডা. আল মামুন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, শ্যামা ওবায়েদ ও নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল বলেন, ২৬ দিন পর নেত্রী বাসায় ফেরায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি এখন ভালো আছেন, দোয়া করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। দেশবাসীর কাছে আবারো দোয়ার আহবান জানাচ্ছি।

প্রসঙ্গত, সম্প্রতি বেশ কিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ অক্টোবর ছোট একটি অস্ত্রোপচার করা হয়, পরে বায়োপসি পরীক্ষা করা হয় তার। রোগ নির্ণয়ের জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে করোনায় আক্রান্ত হলে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। পরে দীর্ঘ ৫২ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Back to top button