উপার্জনের নতুন ফিচার ইউটিউবে
প্রযুক্তি সংস্থা গুগলের মালিকানাধীন ভিডিও স্টিমিং প্লাটফর্ম ইউটিউব ভিডিও ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার উন্মুক্ত করছে। জানা গেছে, নির্মাতাদের উপার্জন আরও বাড়াতে নতুন এ ফিচার কাজ করবে।
‘সুপার থ্যাংকস’ নামের নতুন এ ফিচারটি টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসের মতো কাজ করবে। দর্শক তাদের পছন্দের ক্রিয়েটরদের অর্থের বিনিময়ে সাপোর্ট করতে পারবে এর মাধ্যমে। অনেকটা সুপার চ্যাটের মতোই এ ফিচার।
ইউটিউবের নতুন সুপার থ্যাংকস ফিচারে দর্শক ন্যূনতম ২ থেকে ৫০ ডলার পর্যন্ত সাপোর্ট করতে পারবে। সুপার থ্যাংকস দেওয়া মাত্রই ইউটিউব সেটাকে একটি অ্যানিমেটেড জিআইএফ এবং কালারফুল কমেন্টের মাধ্যমে প্রদর্শিত করবে। এমনকি এ সুপার থ্যাংকসে কনটেন্ট ক্রিয়েটর সেই দর্শককে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবে।
ফিচারটি ৬৮টি দেশের ভিডিও ক্রিয়েটরদের অ্যাকাউন্টে যোগ করা হবে। একইসঙ্গে যেসব ক্রিয়েটর বা নির্মাতা এ ফিচারের যোগ্য তারাও এর সম্পূর্ণ সুবিধা পাবেন।
সুপার থ্যাংকসের পাশাপাশি ইউটিউব লাইভ সম্প্রচারের সময় দর্শক সুপার চ্যাটও দিতে পারবে। ইউটিউব জানিয়েছে, রেস্ট্রিক্টেড, তালিকাভুক্ত, শিশুদের জন্য তৈরি, বিতর্কিত কনটেন্ট ইত্যাদি ভিডিওর ক্ষেত্রে এ ফিচার প্রদান করা হবে না।