এ বছর মুক্তি পাবে প্রয়াত ইরফান খানের শেষ সিনেমা
অসংখ্য অনুরাগী ও চলচ্চিত্র বোদ্ধাদের কাঁদিয়ে এ বছরের ২৯ এপ্রিল চিরবিদায় নেন বলিউডের তুখোড় অভিনেতা ইরফান খান। আজও তাঁর নাম উচ্চারণ হলেই দীর্ঘশ্বাস সর্বত্র। প্রয়াত এ অভিনয়শিল্পীকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা যায় হিন্দি সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এ। এবার তাঁর অভিনীত সর্বশেষ আন্তর্জাতিক সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’ মুক্তি পেতে যাচ্ছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আগামী বছরের শুরুর দিকে রুপালি পর্দায় মুক্তি পেতে পারে ইরফান খানের সবশেষ সিনেমাটি।
আর এ খবর নিশ্চিত করেছেন বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ। এক টুইট বার্তায় তিনি জানান, ‘দ্য সং অব স্করপিয়নস’ ২০২১ সালে মুক্তি পাবে।
অনুপ সিং পরিচালিত এ সিনেমায় উট ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান। এর আগে ‘কিসা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ইরফান ও অনুপ।
২০১৭ সালে সুইজারল্যান্ডে ৭০তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘দ্য সং অব স্করপিয়নস’। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ইরফানের অগণিত ভক্ত।