এই ঈদেও থাকছে মাহফুজুর রহমানের গান
প্রতিবারের মত এবারের ঈদুল আযহায়ও থাকছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। ঈদ আসলেই গানের ডালি নিয়ে হাজির হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্ণধার ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায়।
গত কয়েক বছরের মতো এবারের অনুষ্ঠানেও বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। প্রেম, করোনা, যাপিত জীবনের নানা বিষয়ে গান করবেন তিনি।
এটিএন বাংলা কর্তৃপক্ষের প্রত্যাশা, গত কয়েক বছরের মতো এবারের ঈদেও দর্শকদের গান দিয়ে মাতিয়ে রাখবেন ড. মাহফুজুর রহমান। বিশেষ করে, করোনার এই একঘেয়ে সময়ে দর্শকদের বিনোদিত করবে তার গান।
এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।
মাহফুজুর রহমানের প্রতিটি গানের অনুষ্ঠানই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রশংসার পাশাপাশি তা নিয়ে নানা সমালোচনাও হয়ে থাকে। কিন্তু কোনো ধরনের সমালোচনা গায়ে না মেখে বরং গানকে ভালোবেসে প্রতি বছর ঈদ আসলেই নিজের একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন এই মিডিয়া ব্যক্তিত্ব।
ড. মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। অনুষ্ঠানটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের দুই ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়। চলতি বছরের গত রোজার ঈদেও ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান পরিবেশন করেন ড. মাহফুজুর রহমান।