Lead Newsকরোনাভাইরাসনগরজীবন

এক কিটে করোনার দুই নমুনা পরীক্ষা

করোনাভাইরাসের এক কিট দিয়ে চট্টগ্রামে দুইটি নমুনা পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রাম ফৌজদারহাটের বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি শুরু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান মঙ্গলবার থেকে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, এতদিন পরীক্ষামূলক কার্যক্রম চললেও মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে একটি কিটে দুইটি নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

বিআইটিআইডি ল্যাবের প্রধান ডা. শাকিল আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এধরনের একটি গাইড লাইন আমরা পেয়েছি। এরপর আমরা কাজ শুরু করেছি। মঙ্গলবার অনেকগুলো নমুনা পরীক্ষা হয়েছে। ফলাফল সঠিক পাচ্ছি। এই পদ্ধতি কার্যকর হলে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রধান প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী বলেন, সোমবার আমাদের ল্যাবে ৭৫টি কিটে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল ঠিক আসছে। মঙ্গলবারও একই পদ্ধতিতে নমুনা পরীক্ষা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ঢাকার সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ল্যাবে একটি কিটে দুইটি নমুনা পরীক্ষার একটি সমীক্ষা পরিচালনা করা হয়। নমুনা পরীক্ষার সম্ভাব্যতা যাচাই-বাছাই করা হয়। এতে ইতিবাচক ফল পেয়েছে প্রতিষ্ঠানটি। এরপর সারাদেশে এই কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =

Back to top button