Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

এক কোটি ৯৮ লাখ মানুষ করোনা থেকে সুস্থ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৭৭ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ছয় হাজার ১৭৯ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৪৩৬ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৬২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৭ লাখ ৯৬ হাজার ৭৬০ জন, ব্রাজিলে ৩৩ লাখ ৯৭ হাজার ২৩৪, ভারতে ৩৩ লাখ ৯৬ হাজার ২৭, রাশিয়ায় আট লাখ ৫০ হাজার ৪৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৬৭ হাজার ৭২৯, পেরুতে পাঁচ লাখ ২২ হাজার ২৫১, কলোম্বিয়ায় পাঁচ লাখ ৪১ হাজার ৪৬২, মেক্সিকোতে চার লাখ ৫১ হাজার ১৫৯, চিলিতে তিন লাখ ৯৭ হাজার ৭৩০, ইরানে তিন লাখ ৩৭ হাজার ৪১৪, সৌদি আরবে দুই লাখ ৯৮ হাজার ২৪৬, পাকিস্তানে দুই লাখ ৮৬ হাজার ১৫৭, তুরস্কে দুই লাখ ৫৩ হাজার ২৪৫, জার্মানিতে দুই লাখ ৩০ হাজার ৬০০, বাংলাদেশে দুই লাখ ২৭ হাজার ৮০৯, ইতালিতে দুই লাখ ১০ হাজার ৮০১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৭ হাজার ৪৯৭, কানাডায় এক লাখ ১৭ হাজার ৫৬৫, ফ্রান্সে ৮৮ হাজার ২২৬ জন, ওমানে ৮২ হাজার ৯৭৩ এবং  চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮১ হাজার ৬৫৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৬ হাজার ৯৪৩, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৪৬১, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৭ হাজার ২৩, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৭২৪ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ এক হাজার ৬২৯ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =

Back to top button