করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া। তবে একই দিনে অনেকগুলো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার তারিখ পড়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে চাকরিপ্রার্থীদের।
সে ভোগান্তি কমাতে আপাতত শুক্র ও শনিবার নতুন কোনো নিয়োগ পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ বুধবার পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “এক দিনে ১৪টি নিয়োগ পরীক্ষার তারিখ পড়েছে চাকরিপ্রত্যাশীদের। এমনটা আগে কখনো হয়নি। তবে এ সমস্যা সাময়িক। মূলত করোনার কারণে এটা হয়েছে। এ জন্য আপাতত নতুন কোনো নিয়োগ পরীক্ষা শুক্র ও শনিবার আমরা নেব না।”
আগামী শুক্রবার বিসিএস নন-ক্যাডার ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদের পরীক্ষাও পিছিয়ে দিয়েছে পিএসসি। এ পরীক্ষা আগামী ১৪ অক্টোবর বেলা ৩টা থেকে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, “শুক্র ও শনিবার পরীক্ষা না নেয়ার চিন্তা আমাদের রয়েছে, তবে কতটুকু পারব জানি না। নতুন বিজ্ঞপ্তিগুলোয় আপাতত এই দুই দিন পরীক্ষা না রাখার চেষ্টা করব।”