লকডাউন থাকায় দিনাজপুরের হিলিতে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া লোকজন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিলে গড়ে তোলা সংগঠন ‘হাকিমপুর ফাউন্ডেশন’।
শিক্ষার্থীরা চালু করেছেন এক টাকার দোকান। যেখানে একটাকা দিলেই গরিব লোকজন একবেলার খাবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। একটাকায় একবেলার আহারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কর্মহীন লোকজন।
হিলি সীমান্তের ক্যাম্পপট্টির সামনের বালুরচড়বস্তি, চুড়িপট্টি ও আদিবাসীপাড়াসহ যেসব এলাকায় গবির মানুষ বেশি থাকে সেসব এলাকায় একটাকার ভ্রাম্যমাণ দোকান গিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সংগঠনের সদস্যরা এসব পণ্য বিক্রি করছেন। একটাকার বিনিময়ে প্রত্যেককে দেওয়া হচ্ছে এককেজি করে চাল, আড়াইশ’ গ্রাম পেঁয়াজ, আড়াইশো গ্রাম আলু, পুঁইশাক ও মিষ্টি কুমড়া। বেশ কিছু দিন ধরেই এই সংগঠনের উদ্যোগে খাবার ও ইফতার সামগ্রী বিতরণসহ নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।
হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান সোহাগ বলেন, ‘হিলিসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত ৬০ শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হাকিমপুর ফাউন্ডেশন গঠন করা হয়েছে। প্রথমে মানুষকে সচেতন করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করতাম। রমজান শুরু হওয়ায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখন এক টাকার বিনিময়ে কিছু মানুষকে একবেলার খাবারের প্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হাকিমপুর ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে এটি খুব ভালো একটি কাজ। তাদের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। যুবকরা সমাজের জন্য এগিয়ে এসে ভালো কাজ করছে, এটা বেশ ভালো একটি বিষয়।