Lead Newsসরকার

একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে পেছনে নিতে চায়ঃ প্রধানমন্ত্রী

আমরা দেশের উন্নয়নে যতই চেষ্টা করি, একটি মহল সবসময় উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। দেশের ভাবমূর্তি নষ্ট করলে এই গোষ্ঠীর কদর বাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের চতুর্থ বৃহত্তম পায়রা সেতু উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা আসলে চায় না বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচুক। এ কারণে স্বাধীনতার এত বছর পরও দেশের বিভিন্ন অঞ্চল অবহেলিত রয়ে গেছে, পিছিয়ে আছে। কিন্তু ৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেশের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম চালিয়েছি।

সরকারপ্রধান শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই চায় না দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু আজ বাংলাদেশের নাম শুনলে সবাই সম্মান করে। বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদার জায়গা তৈরি হয়েছে।

উদ্বোধনকালে পায়রা সেতুতে সশরীরে উপস্থিত থাকতে না পেরে আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে যদি পায়রা সেতুতে আমি নিজে উপস্থিত থাকতাম, সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারতাম বা হাঁটতে পারতাম, তাহলে ভালো লাগতো। কিন্তু করোনার কারণে তা হলো না। তবে আমার ইচ্ছা আছে, পরিস্থিতি বুঝে একদিন পায়রা সেতুর ওপর দিয়ে আমি গাড়ি নিয়ে যাব। কাছ থেকে দেখব সেতুটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =

Back to top button