একটা সময় বাংলাদেশকে ছোট দল ভাবা হতো। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে তাদের এক একটি জয়কে ধরা হতো ‘আপসেট’। তবে এখন দিন বদলেছে। বাংলাদেশকে সমীহ করে বড় দলগুলো। ভারতও তার ব্যতিক্রম নয়।
রোববার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, ঘরের মাঠে ভারত মোকাবেলা করবে বাংলাদেশকে। যে সিরিজে পরিষ্কার ফেবারিট ভারতই। তবে বাংলাদেশকেও খাটো করে দেখছেন না বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে যাওয়া রোহিত শর্মা।
রোহিত অবশ্য একটি শব্দ সম্ভবত ভুলেই ব্যবহার করে ফেলেছিলেন। শব্দটি হলো ‘আপসেট’। একটা সময় ভারত-বাংলাদেশ ম্যাচ হলে এই শব্দটা খাটতো, কারণ তখন নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততো ভারত। টাইগাররা যদি কখনও একটি জিতে যেতো, সেটি ধরা হতো ‘আপসেট’।
এখন আর সে দিন নেই। ভারত-বাংলাদেশ লড়াই মানেই যেন এখন উত্তেজনা। শুধু সমর্থকদের মধ্যে নয়, মাঠেও প্রায় সমানে সমান লড়াই করতে শিখেছে বাংলাদেশ দল।
সর্বশেষ ভারতের মাটিতে টাইগাররা টি-টোয়েন্টি খেলেছে ২০১৬ সালের বিশ্বকাপে। সেখানে মাত্র ১ রানের জন্য হেরে যায় বাংলাদেশ। অথচ ম্যাচটি জেতার কথা ছিল তাদেরই। শেষ ৩ বলে দরকার ছিল মাত্র ২ রান। সেটাও হয়নি ছোট্ট ভুলে। এরপর নিদাহাস ট্রফির ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ মুহূর্তে হেরে যায় টাইগাররা।
তবে ওই দল আর এখনকার বাংলাদেশ দলের শক্তিমত্তায় বড় তফাৎ আছে। এই সফরে বাংলাদেশ দলে নেই দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তাদের ছাড়া কি আগের মতো লড়াই করতে পারবে টাইগাররা?
রোহিত অবশ্য মনে করছেন, এই দুই খেলোয়াড় ছাড়াও যে কাউকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। তবে সুনাম করতে গিয়েও প্রথমে আপসেট শব্দটি ব্যবহার করে ফেলেন ভারতীয় ওপেনার। পরে সেটা কাটিয়ে ফেলেন, আরেকটি শব্দ দিয়ে।
রোহিত বলেন, ‘আমি বুঝতে পারছি তারা দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কেমন মিস করবে। তারপরও তাদের দলে ভালোমানের খেলোয়াড় আছে। তারা যে কোনো দলের বিপক্ষে ‘আপসেট’ ঘটাতে পারে। আমি অবশ্য ‘আপসেট’ বলতে চাই না। আমি বলব, হারাতে পারে। এই শব্দটাই সঠিক হবে। কারণ তারা এখন অনেক পরিণত ক্রিকেটার।’