Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস
এখনও বিশ্বের ১২টি দেশ করোনামুক্ত
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। প্রতিনিয়তই লম্বা হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। এই আতঙ্কের মধ্যেও নির্ভাবনায় আছে ১২টি দেশ। এখনও করোনা ছড়ায়নি দেশগুলোতে এখনো মহামারি করোনাভাইরাস ছড়ায়নি।
করোনামুক্ত জানিয়েছে দেশগুলোর নাম—
১. কিরিবাতি
২. মার্শাল আইল্যান্ড
৩. মাইক্রোনেসিয়া
৪. নাউরু
৫. উত্তর কোরিয়া
৬. পালাউ
৭. সামোয়া
৮. সলোমান আইল্যান্ড
৯. টেঙ্গো
১০. তুর্কমেনিস্তান
১১. ট্যুভালু এবং
১২. ভানুয়াতু।
সূত্র আলজাজিরা