শিল্প ও বাণিজ্য

এনসিসি ব্যাংক-এর ১৭% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিঃ ১৭% লভ্যাংশ (১৫% নগদ এবং ২% স্টক) ঘোষণা করেছে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদান করবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

এনসিসি বাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম এর সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, অন্যান্য পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ এ ভার্সুয়াল সভায় অংশগ্রহণ করেন।

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে এককভাবে এনসিসি ব্যাংকের ইপিএস (Solo EPS) হয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ২১ টাকা ২ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ১৯ টাকা ১৯ পয়সা।

আগামী ২৮  সেপ্টেম্বর ঢাকাস্থ কুর্মিটোলা গল্ফ ক্লাবে এনসিসি ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১০ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Back to top button