ধর্ম ও জীবন

এবার ইসলামের প্রতি ভালোবাসায় বলিউড জীবন ছাড়লেন অভিনেত্রী সানা খান

খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ইসলাম ধর্মকে পুরোপুরিভাবে অনুসরণ করতে বলিউড ছেড়েছিলেন কাশ্মিরি অভিনেত্রী জায়রা ওয়াসিম । এবার তারই পথ অনুসরন করে ১৫ বছরের অভিনয় জীবনের ইতি টানলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী সানা খান।

বিগ বস সিজন ৬-এর সুবাদে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন সানা । তবে আচমকাই শোবিজকে চিরকালের মতো বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৩২ বছরের এই নায়িকা। তিনি জানান ‘সর্বময়কর্তার দেখানো পথে হেঁটে মানুষের সেবা করতে চান’।

নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে একটি দীর্ঘ বার্তা পোস্ট করে গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সানা ।

পোস্টে সানা লিখেছেন, ‘জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে এসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি বহু বছর কাটালাম। এই সময়ে আমি আল্লাহর দয়ায় বহু খ্যাতি, অর্থ ও ভক্তদের থেকে ভালোবাসা পেয়েছি। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছি, পৃথিবীতে মানুষের আসা কী অর্থ ও খ্যাতির পেছনে দৌড়ানোর জন্য? দরিদ্র ও অসহায়দের জন্য কাজ করা কী কর্তব্য নয়? একজনের কী ভাবা উচিত নয় যে তিনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন? এই প্রশ্নের উত্তর আমার মধ্যে ঘুরপাক খায় সব সময়। আমি জানতে চাই, মৃত্যুর পরে আমার কী হবে?’

সানা বলেন, আমার ধর্মের মধ্যে এর উত্তর খুঁজতে গিয়ে দেখি, পৃথিবীতে জন্মের পর মৃত্যু-পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। আল্লাহর নির্দেশমতো যদি একজন বান্দা তার জীবনযাপন করেন তাহলেই ভালো। সব সময় অর্থ ও খ্যাতির পেছনে ছুটলেই সেটা সম্ভব নয়। বরং পাপের রাস্তা ছেড়ে আল্লাহর দেখানো পথেই হাঁটা উচিত।

এরপর সানা লেখেন, ‘আজ ঘোষণা করছি, আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবিকতার জন্য কাজ করব এবং আল্লাহর নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাই-বোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি, যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সব ভাই-বোনকে অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ।’

সানার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে । বলিমহলসহ সিনেপ্রেমীদের অনেকেই তার এই পোস্টে বিস্মিত হন। তবে বিষয়টি তার ব্যক্তিগত জানিয়ে কেউ কেউ সানাকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ ‘ওয়াজাহ তুম হো’, ‘জয় হো’সহ একাধিক বলিউড সিনেমায় অভিনয় করে সিনেপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সানা খান। টেলিভিশনে বেশ কিছু রিয়ালিটি শোতে অংশ নিয়েছেন। বিগ বস ৬-এ জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন এই অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − ten =

Back to top button