আন্তর্জাতিককরোনাভাইরাস

এবার উইঘুরে করোনার হানা

চীনের মূল ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজন বিদেশফেরত এবং বাকি ৫৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত রোগী।

স্থানীয়ভাবে সংক্রমিতদের মধ্যে উইঘুর মুসলিম-অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলের ৪১ জন, ১৪ জন লিয়াওনিং প্রদেশের ও দুইজন চিলিন প্রদেশের।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দৈনন্দিন প্রতিবেদনে সোমবার এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, বিদেশফেরত চার রোগীর মধ্যে দুজন ইনার মঙ্গোলিয়ার এবং একজন করে ফুচিয়ান ও সিচুয়ান প্রদেশের।

তবে রোববার চীনের কোথাও কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিন পর্যন্ত চীনের মোট ২০৪৯ জন বিদেশফেরত কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৯৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং ৮০ জন এখনও চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। চীনে এখন পর্যন্ত বিদেশফেরত কোনো কোভিড রোগী মারা যাননি।

এদিকে, ২৬ জুলাই পর্যন্ত চীনে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন মোট ৮৩ হাজার ৮৯১ জন। এদের মধ্যে ৩৩৯ জন এখনও চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।

চীনে এখন পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে ৭৮ হাজার ৯১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং চার হাজার ৬৩৪ জন মারা গেছেন।

কমিশন আরও জানায়, চীনে এখনো তিনজন সন্দেহজনক রোগী আছেন। আর ১৩ হাজার ৯৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, রোববার পর্যন্ত হংকংয়ে ২৬৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন এবং তাদের মধ্যে মারা গেছেন ১৮ জন। তাছাড়া, ম্যাকাওয়ে আক্রান্ত হয়েছেন ৪৬ জন এবং তাইওয়ানে ৪৫৮ জন। তাইওয়ানে এখন পর্যন্ত মারা গেছেন সাতজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =

Back to top button