এবার কুকুরের শরীরেও করোনাভাইরাস
প্রাণঘাতী করোনাভাইরাস এবার কুকুরের শরীরেও পাওয়া গেছে। ভাইরাসটিতে আক্রান্ত এক ব্যক্তির পোষ্য কুকুর কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এটিই সম্ভবত মানুষের শরীর থেকে প্রাণির দেহে করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা।
গত শুক্রবার হংকংয়ের এক বাসিন্দার ওই কুকুর করোনাভাইরাস আক্রান্ত বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি, মৎস্য এবং সংরক্ষণ বিভাগ (এএফসিডি)।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত শুক্রবার পোমারানিয়ান প্রজাতির এই পোষ্য কুকুরটির একাধিকবার পরীক্ষা করা হয়। পরে কুকুরটির শরীরে করোনাভাইরাসের হালকা উপস্থিতি পাওয়া যায়। নাক এবং মুখের মাধ্যমে এই ভাইরাসটি কুকুরের শরীরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এই পোষ্য কুকুরটিকে হংকংয়ের এএফসিডি’র আইসোলেশন বিভাগে পাঠানো হয়েছে।
চীনের বিশেষ এই অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী সোফিয়া চ্যান সিউ-চি বলেছেন, ‘কুকুরকে পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এখন ওকে কৃষি বিভাগের বিশেষ স্থানে রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘পোষ্য এই কুকুরটিকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং নেগেটিভ ফল না আসা পর্যন্ত কুকুরটিকে প্রাণী বিভাগের বিশেষ স্থানে থাকবে।’
ইউনিভার্সিটি অব হংকং, সিটি ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফল অ্যানিমেল হেলথের বিশেষজ্ঞরা কুকুরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এ ঘটনা নিয়ে পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞদের প্রত্যেকেই একমত, কুকুরের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি খুবই কম। আর এটি মানুষের শরীর থেকে কুকুরের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার প্রথম ঘটনা।
এই কুকুরটির সঙ্গে আরও একটি কুকুরের পরীক্ষাও করা হয়েছিল। যদিও সেটির রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সেই কুকুরটিকেও আইসোলেশনে রাখা হয়েছে।