আন্তর্জাতিককরোনাভাইরাস

এবার চীনে নিষিদ্ধ হচ্ছে কুকুরের মাংস

চীনের শেনজেন শহরের পর এবার গোটা দেশে নিষিদ্ধ করা হচ্ছে কুকুরের মাংস।

চীন সরকার জানিয়েছে, লাইভস্টক হিসেবে আর কুকুরকে গণ্য করা হবে না। অর্থাৎ, প্রাণীসম্পদের তালিকা থেকে কুকুরকে বাদ দিয়ে এতদিনে পোষ্য হিসেবে স্বীকৃতি দিল চীন।

চীন সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পোষ্য হিসেবে কুকুর ও বিড়ালের সঙ্গে মানুষের মেলামেশা অনেক বেশি। উন্নত দেশগুলিতে এমনকী হংকং, তাইওয়ানেও কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ। আমরাও মানব সভ্যতার চেতনার কথা মাথায় রেখে কুকুরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করছি।

এর আগে চিনের শেনজেন শহরে নিষিদ্ধ হয় কুকুর-বিড়ালের মাংস বিক্রি। সেই শেনজেন শহরের রাস্তাতেই হাটল এবার গোটা চিন। উল্লেখ্য, কোনও প্রমাণ না পাওয়া গেলেও চিনের উহান বাজার থেকেই করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছিল। এই বাজারে নানান পশু থেকে, সাপ, ব্যাং, ইঁদুর, বাদুর সহ অন্যান্য প্রাণীও বিক্রি করা হয়। অনেকেই দাবি করেন ওইসব বাদুর, সাপ থেকেই ছড়িয়েছিল এই ভাইরাস।

প্রাথমিক ভাবে গত ফেব্রুয়ারি মাসের শেষেই চিন সরকার সব রকমের বন্যপ্রাণী বিক্রি ও খাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তবুও সে নির্দেশ ততটা কার্যকর হতে দেখা যায়নি। একটি সংবাদমাধ্যমের খবর মোতাবেক, উহান বাজার করোনার জেরে কিছুদিন চালু থাকলেও পুনরায় তা চালু করা হয় এবং নানান পশু-প্রাণীর মাংস বিক্রি করা হয়।

কিন্তু এবার এই ব্যাপারে কঠোর হল চিন। কোনও ভাবেই কুকুরের মাংস যাতে বিক্রি না হয় সে ব্যাপারে নিশ্চিত হতে, গোটা দেশেই কুকুরের মাংস নিষিদ্ধ ঘোষণা করল চিনা সরকার।

গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৬ লাখ ১৪ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৯৬ হাজার ৭৮৯ জন। এছাড়াও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৬২ হাজার ৪০৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =

Back to top button