ক্রিকেট

এবার দিনকে রাত বানালো বিসিবি

পাকিস্তান ক্রিকেট টিমের বাংলাদেশ সফরে একের পর উত্তেজনা চলছে! বাংলাদেশ ক্রিকেট টীম ধারাবাহিকভাবে ব্যর্থতা দেখিয়ে চললেও মাঠের বাইরে একের পর ঘটনায় এবারের পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর মিডিয়ার শিরোনাম হয়ে আছে।

দল নির্বাচনে গলদ আর নানা অব্যবস্থাপনায় জর্জরিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সমর্থকদের ক্ষোভ থেকে যেন রেহাই মিলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

সমর্থকদের ক্ষোভের আগুনে এবার ঘি ঢেলে দিল বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া আগামীকালের(২৬ নভেম্বর) প্রথম টেস্টের টিকেটের সময়সূচী। টিকেটে খেলা শুরুর সময় উল্লেখ আছে রাত ১০ টা!

বাংলাদেশ-পাকিস্তান চট্টগ্রাম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সকাল ১০ টায়। টিকেটে লেখা আছে খেলা শুরু ‘টেন পিএম’ অর্থাৎ রাত ১০টায়। ‘বিসিবির ছাপানো প্রথম দিনের টিকেটে ‘এএম’ আর ‘পিএম’-এর গড়বড়। বিক্রি হয়ে দর্শকের হাতে হাতে টিকেট পৌঁছে যাওয়ার পরই ধরা পড়ে মস্ত বড় এই ভুলটি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। নানা হাস্য রসাত্মক,ব্যংঙ্গাত্মক মন্তব্যে ভেসে যাচ্ছে ফেসবুক। অনেকেই ক্রিকেটারদের বাজে পার্ফরম্যান্সের দিকেও আংগুল তুল এই ইস্যুতে । ক্রিকেটপ্রেমীরা এতে বিসিবির অব্যবস্থাপনাকেই দায়ী করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =

Back to top button