এবার দেশের সীমানা পেরিয়ে কলকাতার ছবিতে মোশাররফ করিম
মোশাররফ করিম অভিনেতা হিসেবে এদেশে বিশেষ করে ছোটপর্দার দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দর্শকমহলে মোশাররফ মানেই যেন ভরপুর বিনোদনের নিশ্চিত আয়োজন। তার জনপ্রিয়তার কমতি নেই ওপার বাংলায়ও। ইউটিউবের কল্যাণে পশ্চিমবঙ্গের দর্শকরাও তার নাটক বেশ উপভোগ করেন। এবার তারা প্রিয় এই অভিনেতাকে নিজ দেশের হলে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন।
জানা গেছে, কলকাতার একটি সিনেমায় শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন ‘রসগোল্লা’খ্যাত নির্মাতা পাভেল। পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে পাভেল জিৎকে নিয়ে ‘অসুর’ ছবির শুটিং করছেন। এ ব্যস্ততা কাটলেই মোশাররফ করিমের সঙ্গে সবকিছু চূড়ান্ত করবেন বলে জানা গেছে। ছবিটিতে তার বিপরীতে কলকাতার স্বস্তিকা বা শ্রীলেখা মিত্রকে দেখা যেতে পারে।
তবে এ মুহূর্তে জনপ্রিয় এ অভিনেতা কানাডায় আছেন। নিজ পরিবারের সাথে একান্তে কিছু সময় কাটাতেই তার কানাডা যাওয়া। সবকিছু ঠিক থাকলে আসছে ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।