আন্তর্জাতিক

এরদোগানের অপসারণে এস-৪০০ সঙ্কটের সমাধান!

তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অপসারণ দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। রাশিয়া থেকে কেনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইস্যু ঘিরে তুরস্কের ওপর ওই নিষেধাজ্ঞা কার্যকর করে যুক্তরাষ্ট্র।

দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বৃহস্পতিবার, ১১ নভেম্বর, বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে যদি এরদোয়ানকে পরবর্তী নির্বাচনে পদ থেকে অপসারণ করা হয়। দ্য হিল-এ প্রকাশিত একটি নিবন্ধে বোল্টন এ মত প্রকাশ করেছেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।

খবরে বলা হচ্ছে, বোল্টন রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিবেচনা করেছেন। ভারত ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ২০১৮ সালে রাশিয়ার সাথে ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। পাকিস্তান ও চীনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ভারতের এ উদ্যোগ।

বোল্টন বলছেন, ভারত আমাদের ইচ্ছাশক্তির অভাবকে কাজে লাগাতে রাশিয়ার দিকে ঝুঁকছে যা তুরস্ক ও অন্যান্য দেশকে রাশিয়ার প্রতি আকৃষ্ট করতে পারে। আসন্ন নির্বাচনে তুর্কিরা এরদোয়ানকে অফিস থেকে সরিয়ে দিলে উপযুক্ত শর্তসহ তুরস্ক নিষেধাজ্ঞা থেকে মাফ পেতে পারে, যা ভারতের সমস্যা সমাধানের নজির হবে।

খবর জানানো হচ্ছে, বোল্টন শুধু তুরস্কবিরোধী মনোভাবের একজন কর্মকর্তা নন, সাবেক মার্কিন কর্মকর্তাদের দ্বারা প্রতিষ্ঠিত ‘তুর্কি গণতন্ত্র প্রকল্প’ নামক একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতাও তিনি। সংস্থার সদস্যদের মধ্যে আরও রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই জেব বুশ ও ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী গিউলিও টেরজি ডি সান্ত’আগাতা৷

প্রকল্পটি যখন প্রাথমিকভাবে চালু হয়, তখন এই গোষ্ঠীতে গুলেনিস্ট টেরর গ্রুপের দুই সদস্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু তারা পরে প্রকল্পটি ছেড়ে দেয়। তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকার জন্য গুলেনিস্ট টেরর গ্রুপের ওই দুই সদস্য আয়কান এরদেমির এবং সুলেমান ওজেরেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তুরস্কের বিরুদ্ধে প্রতিষ্ঠিত ওই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে থিঙ্ক ট্যাঙ্ক ইউএএনআই সদস্যরা রয়েছেন যারা সাবেক মোসাদ প্রধান মীর দাগান এবং তামির পারদোর অনুসারী। প্ল্যাটফর্মের ওয়েবসাইটটি প্রায়ই সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সমর্থিত মিডিয়া সংস্থাগুলোর নিবন্ধলোকে তুরস্ক-বিরোধী অবস্থানের সাথে শেয়ার করে থাকে। এসব অনলাইন নিউজ সাইটগুলোর মধ্যে রয়েছে আহভাল, আল-মনিটর এবং দ্য জেরুজালেম পোস্ট। এরা তুরস্ক এবং এরদোয়ানের নেতিবাচক চিত্র তৈরি করতে সদা তৎপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =

Back to top button