খেলাধুলা

এলপিএলের নিলামে সাকিবসহ পাঁচ বাংলাদেশি

নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নিলাম। নিলামে রয়েছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসানও রয়েছেন নিলামের তালিকায়।

নিলামকে সামনে রেখে শ্রীলঙ্কার স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ‘মারকিউ’ ক্যাটাগরির খেলোয়াড়দের নাম। সেখানে সাকিব ছাড়া অন্য চারজন টাইগার ক্রিকেটার হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেন ও মেহেদি হাসান। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, কুশাল পেরেরা, থিসারা পেরেরা এবং দাসুন শানাকাকে ‘আইকন খেলোয়াড়’ হিসেবে রাখা হয়েছে।

এছাড়া ভারতের কয়েকজন ক্রিকেটারও আছেন এলপিএলের নিলামে। তারা হচ্ছেন প্রভিন কুমার, মুনাফ প্যাটেল, শাদাব জাকাতি এবং মানপ্রিত সিং গনি। পাকিস্তানের রয়েছে পাঁচজন খেলোয়াড়। এ পাঁচজন হলেন- শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির এবং শোয়েব মালিক।

ওয়েস্ট ইন্ডিজ থেকে মারকিউ তালিকায় রয়েছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ, ড্যারেন স্যামি ও এভিন লুইস। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, হেনরিক ক্লাসেন, মরনে মরকেল এবং ভ্যান ডার ডুসেন স্থান পেয়েছেন এই তালিকায়। কিউইদের ভেতর নিলামের এই ক্যাটাগরিতে রয়েছেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, কোরি অ্যান্ডারসন এবং কলিন মুনরো।

ইংল্যান্ড থেকে রবি বোপারা, জনি বেয়ারস্টো; নেদারল্যান্ডের রায়ান টেন ডেসকাটে এবং আফগানিস্তানের মোহাম্মদ নাবী ও মুজিব উর রহমানও রয়েছেন মারকিউ তালিকায়।

এলপিএলে পাঁচটি দলের প্রত্যেকে সর্বোচ্চ ৬ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। ফলে ১৫০ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে থেকে মাত্র ৩০ জন ক্রিকেটার এবারের আসরে খেলার সুযোগ পাবেন। তাদের সঙ্গে এলপিএলে অংশ নেবেন ৬৫ জন স্থানীয় ক্রিকেটার। প্রতিটি দল সর্বোচ্চ ১৯ জনের স্কোয়াড তৈরি করতে পারবে।

এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ডিসেম্বর। এবারের আসরে মাঠে গড়াবে মোট ২৩টি ম্যাচ। শ্রীলংকার মোট তিনটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে ডাম্বুলা, পাল্লেকেলে এবং হাম্বানটোটা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =

Back to top button