কখন ফোন চার্জে দেওয়া উচিত জানেন?
মোবাইল ফোন যেমন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক তেমনি এখন বিভিন্ন ধরনের পেশাগত কার্যক্রমেও ব্যবহৃত হচ্ছে। ফোন ছাড়া বর্তমানে দিন চলাই কঠিন হয়ে পড়েছে। আমাদের দিনের বেশির ভাগ সময় কাটে স্মার্টফোনের সঙ্গেই। তাই অতি প্রয়োজনীয় এই ফোনটি সচল রাখতে ব্যাটারিতে সঠিকভাবে চার্জ দিতে হয়।
যদি নিয়ম মেনে গুরুত্ব ও যত্নের সঙ্গে ব্যবহার করা হয়, তাহলে নতুন স্মার্টফোন দীর্ঘদিন যাবত ব্যবহার করা যায়।
এ বিষয়ে টেক বিশেষজ্ঞরা জানান, ব্যাটারির চার্জ কমে ৫০ শতাংশ হওয়ার আগে মোবাইল ফোন চার্জে দেওয়া উচিত না। অপর দিকে, ২০ শতাংশ চার্জ থাকা অবস্থায় রিচার্জ করে নিতে হবে।
জেনে রাখা ভালো যে, স্মার্টফোনে কখনো শত ভাগ রিচার্জ করা উচিত নয় এবং চার্জ হয়ে গেলে ফোন থেকে চার্জার খুলে ফেলতে হবে।
মাসে অন্তত পক্ষে একবার ব্যাটারি ডিসচার্জ করতে হবে। চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হওয়ার পরে অবশ্যই রিচার্জ করে নিতে হবে।
পুরাতন বা ব্যবহার করা কোনো মোবাইল ফোন ক্রয় করার আগে ব্যাটারির অবস্থা জেনে নেওয়া ভালো। আপনি নিজের নতুন ফোনটিও খুব যত্ন সহকারে ব্যবহার করুন। এতে করে কখনো যদি ফোন বিক্রি করতে চান, সে ক্ষেত্রে ভালো দাম পাবেন।