কঠোর লকডাউনে টিকা নেবেন যেভাবে
কোভিড-১৯ সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে।
এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে ভোগ করতে হবে জেল-জরিমানা।
এমতাবস্থায় টিকাদান কর্মসূচি চালু থাকবে কিনা-এই প্রশ্ন এখন মুখে মুখে। কঠোর লকডাউনেও করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চালু থাকবে। এজন্য টিকার রেজিস্ট্রেশন (নিবন্ধন) কার্যক্রম আবারও খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুলায় বুলেটিনে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
তিনি বলেন, বুধবার থেকে টিকা নিতে বন্ধ থাকা রেজিস্ট্রেশন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে।
ডা. শামসুল হক বলেন, অনেকেই জানতে চেয়েছেন চলমান লকডাউনে টিকা কার্যক্রম চালু থাকবে কিনা এবং রাস্তায় বের হলে কেউ সমস্যায় পরবেন কিনা। তাদের জন্য বলছি, চলমান লকডাউনে টিকাদান কর্মসূচি চালু থাকবে। তবে তাদেরকে অবশ্যই টিকাকার্ড নিয়ে বের হতে হবে। রাস্তায় যদি আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে হয় তাহলে টিকাকার্ড দেখালেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, টিকার জন্য নিবন্ধন কার্যক্রম চালু করা হচ্ছে। নিবন্ধনের পর মোবাইল ফোনে এসএমএস গেলে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে এসে টিকা নেওয়া যাবে।