শোবিজ

কণ্ঠশিল্পী আকবরকে আজীবন চিকিৎসা খরচ ফ্রি করে দিলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে গায়ক হয়ে ওঠা কণ্ঠশিল্পী আকবরকে আজীবন হাসপাতালে চিকিৎসা ফ্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আকবর বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

কণ্ঠশিল্পী আকবর তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা খরচ আজীবন ফ্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে বিএসএমএমইউয়ে তিনি সারাজীবন বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা পাবেন।

তিনি পোস্টে লেখেন. ‘আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবসময় উনাকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করেন। কারণ আমি উনার প্রতি খু-উ-উ-ব বেশি কৃতজ্ঞ।
উনার মতো একজন প্রধানমন্ত্রী আমাদের আছে বলেই আমরা এখনও বাঁচার স্বপ্ন দেখি। আমি নাম না-জানা একজন মানুষ। তারপরও গতবার আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন উনি আমাকে খুব বড় একটা সাহায্য করেছিলেন।
আর এবার যখন অসুস্থ হয়ে উনার দ্বারস্থ হয়েছিলাম তখন উনি আমার পরিবারের কথা চিন্তা করে আগের সঞ্চয়পত্রটা স্থির রেখে নতুনভাবে চিকিৎসা করার জন‍্য দুই লক্ষ টাকার চেক এবং সারাজীবন বিএসএমএমইউ হসপিটালে আমার চিকিৎসা ফ্রি করে দিয়েছেন।
এমন প্রধানমন্ত্রী পেয়ে সত‍্যিই আমরা ধন‍্য। আল্লাহ তুমি এই জনদরদি মানুষটাকে খুব ভালো রেখ। আমিন।’

কণ্ঠশিল্পী আকবর ডায়াবেটিস ও কিডনিরোগসহ নানান জটিলতায় আক্রান্ত হয়ে গত ঈদের পর হাসপাতালে ভর্তি হন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 19 =

Back to top button