করোনায় আক্রান্ত মৃতদের দাফনে বাধা দেবেন না: পুলিশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে কাউকে আতঙ্কিত না হয়ে বরং পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ আহ্বান জানায় পুলিশ সদর দফতর।
ভিডিও বার্তায় এআইজি (মিডিয়া) সোহেল বলেন, ‘মৃতদেহ কবর বা সৎকার করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা বাধার শিকার হচ্ছেন। আমরা একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই, যথাযথ স্বস্থ্যবিধি মেনে এবং যথাযথ প্রক্রিয়াতেই মৃতদেহ দাফন/সৎকার করা হচ্ছে। অহেতুক ভয়ের কোনও কারণ নেই।’
যারা বাধা দিচ্ছেন তারা না বুঝেই তা করছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘করোনা কিংবা অন্য কোনো কারণে যারা মারা যাচ্ছেন তারা আমার-আপনারই স্বজন। এ অন্তিম যাত্রায় আমরা তাদেরকে অশ্রদ্ধা করব না।’ তাদের (মৃতদের) প্রতি শ্রদ্ধা রেখে মৃতদেহ দাফন বা সৎকারে পুলিশসহ সংশ্লিষ্টদের সহায়তার আহ্বান জানান তিনি।