Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনা আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে এখন ২৪তম!

করোনাভাইরাস শনাক্তের তালিকায় শীর্ষ ২৫টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান ২৪।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংক্রমণ শনাক্তের বিচারে ভারত ও পাকিস্তানই কেবল বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।

দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। উপমহাদেশে তালিকার শীর্ষে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৬৭৪ জন। আর পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৬০১ জন।

সংক্রমণ শনাক্তের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২২ হাজার ৬৭০। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ আর তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এরপর রয়েছে স্পেন (পঞ্চম), ইতালি (ষষ্ঠ), ফ্রান্স (৭ম), জার্মানি (৮ম), তুরস্ক (নবম), ইরান (দশম), ভারত (১১তম), পেরু (১২তম), কানাডা (১৩তম), চীন (১৪তম), সৌদি আরব (১৫তম), মেক্সিকো (১৬তম), চিলি (১৭তম), বেলজিয়াম (১৮তম), পাকিস্তান (১৯তম), নেদারল্যান্ডস (২০তম), কাতার (২১তম), ইকুয়েডর (২২তম), বেলারুস (২৩তম)। এর পরের অবস্থানটিই বাংলাদেশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =

Back to top button