খেলাধুলাফুটবল

করোনা-আতঙ্ক নেই, শুরু হল তুর্কমেনিস্তানের লিগ

মধ্য এশিয়ার অধিকাংশ দেশেই থাবা বসিয়েছে করোনা। ব্যতিক্রম তুর্কমেনিস্তান। সেখানে ‘করোনা’ শব্দটি নিষিদ্ধ করেছে দেশটির শাসক গার্বাঙ্গুলি বার্দিমুখাবেদভ। তাঁর দাবি, তুর্কমেনিস্তানে নাকি করোনাভাইরাসের একটা সংক্রমণও ধরা পড়েনি। সেখানে চলছে স্বাভাবিক জীবনযাপন।

তাইতো ঢাকঢোক পিটিয়ে দর্শকদের মাঠে উপস্থিত করিয়ে ফুটবল মৌসুম শুরু করিয়েছে তুর্কমেনিস্তান। অবশ্য এ লিগ শুরু হয়েছিল মার্চে। তখন করোনার ভয়ে তিন ম্যাচ খেলার পর লিগ বন্ধ করেছিল আয়োজকরা। প্রায় একমাস পর লিগ পুনরায় চালু হল।

রোববার আট দলের লিগের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আলতিন আশির ও কোপেতদাগের। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় ৩০০ দর্শক।

মাঠে উপস্থিত হওয়া আশির ইউসুপভ নামের এক দর্শক বলেন, ‘এখানে করোনা নেই। তাহলে কেন আমাদের লিগ বন্ধ থাকবে। ফুটবল খেলার আনন্দই আমাদের মধ্যেই তৈরি করে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতা।’

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে নিপীড়ক রাষ্ট্রগুলোর একটি তুর্কমেনিস্তান। ২০০৬ সাল থেকে তুর্কমেনিস্তান শাসন করছে গার্বাঙ্গুলি বার্দিমুখাবেদভ। নিজের মত করেই শাসন ব্যবস্থা প্রচলন করেছেন তিনি। সেদেশে প্রেসিডেন্টকে ‘আরকাদক’ বলেই মনে করা হয়। বাংলায় যার অর্থ রক্ষক। দমনপীড়নমূলক শাসন ব্যবস্থা কায়েম থাকায় সেখানে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 7 =

Back to top button