করোনা জয় করে আবারো রোগীর সেবায় ডা. নাজিয়া
করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনা জয় করে আবারো রোগীর সেবায় কাজে ফিরলেন ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া।
১০ জুন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সৈয়দা শাহিনুর নাজিয়া করোনা পজেটিভ হন। ১৪ দিন নিজ বাসায় আইসোলেশনে থাকার পর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। ২৫ জুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, ডা. সৈয়দা শাহিনুর নাজিয়াকে করোনামুক্ত ঘোষণা করেন।
২৮ জুন থেকে আবারো মানবসেবায় করোনা প্রতিরোধে যুদ্ধে নামেন ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সোবহান ডা. সৈয়দা শাহিনুর নাজিয়ার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. নাজিয়া সুস্থ হওয়ার পরেই তার নিজ কর্মস্থলে যোগদান করছেন এবং মানুষের সেবায় কাজ করেছেন।
তিনি আরো বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারী করোনার মধ্যেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। যেকোনো দুর্যোগে দেশের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।
ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া জানান, দেশের এমন সময়ে চিকিৎসকদের দায়িত্বের বাইরে থাকার সুযোগ নেই। দেশের এই ক্রান্তিকালে মানুষের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ সুস্থ। পেশায় একজন চিকিৎসক হয়ে দেশের এই সংকটকালে ঘরে বসে থাকতে পারি না। চিকিৎসক হিসেবে আমাকে এই যুদ্ধে থাকতেই হবে।
তিনি আরো বলেন, করোনা যুদ্ধে কোনো রোগী মারা গেলে চিকিৎসকের পরাজয়। এমন সংকট থেকে পালিয়ে থাকলেও পরাজয়। মানব সেবায় দায়িত্ব পালন করা চিকিৎসকদের নৈতিক দায়িত্ব।