করোনা থেকে সুস্থ এক কোটি ৪৫ লাখের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ১৮ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৯২ হাজার ২৭২ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৩১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ২৭১ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন, ব্রাজিলে ২৪ লাখ ৩২ হাজার ৪৫৬, ভারতে ১৯ লাখ ১৮ হাজার ৭৬, রাশিয়ায় সাত লাখ ৩২ হাজার ৯৬৮, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৭২ হাজার ৩৭৭, পেরুতে তিন লাখ ৬৫ হাজার ৩৬৭, চিলিতে তিন লাখ ৫৮ হাজার ৮২৮, মেক্সিকোতে তিন লাখ ৫৫ হাজার ১০১, ইরানে দুই লাখ ৯৭ হাজার ৪৮৬, পাকিস্তানে দুই লাখ ৬৬ হাজার ৩০১, সৌদি আরবে দুই লাখ ৬৬ হাজার ৯৫৩, তুরস্কে দুই লাখ ৩০ হাজার ৯৬৯, ইতালিতে দুই লাখ তিন হাজার ৭৮৬, জার্মানিতে দুই লাখ দুই হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৫৮ হাজার ৯৫০, কাতারে এক লাখ ১১ হাজার ৭৯৪, কানাডায় এক লাখ আট হাজার ৪৮৪, ফ্রান্সে ৮৩ হাজার ৮৪৮ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৬০৩ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৬৮ হাজার ১৩৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ৬৯৪, সিঙ্গাপুরে ৫১ হাজার ৯৫৩, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৯১৭, অস্ট্রেলিয়ায় ১৪ হাজার ৮০ ও মালয়েশিয়ায় আট হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৭৩ হাজার ২০ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।