Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সুস্থ এক কোটি ৫৯ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৩৩ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৬৪ হাজার ৯৩০ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৭১০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৫৯ লাখ চার হাজার ২৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩১ লাখ ৪৮ হাজার ৮০ জন, ব্রাজিলে ২৭ লাখ ৯ হাজার ৬৩৮, ভারতে ২২ লাখ ৭৯ হাজার ৯০০, রাশিয়ায় সাত লাখ ৬৭ হাজার ৪৭৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ চার হাজার ১২৭, পেরুতে তিন লাখ ৯১ হাজার ১৪৪, মেক্সিকোতে তিন লাখ ৮০ হাজার ৪৯২, চিলিতে তিন লাখ ৬৯ হাজার ৭৩০, ইরানে তিন লাখ সাত হাজার ৭০২, পাকিস্তানে দুই লাখ ৭৫ হাজার ৩১৭, সৌদি আরবে দুই লাখ ৭৮ হাজার ৪৪১, তুরস্কে দুই লাখ ৩৬ হাজার ৩৭০, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ২০৩, জার্মানিতে দুই লাখ আট হাজার ৯৫০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৭৫ হাজার ৫৬৭, কাতারে এক লাখ ১৩ হাজার ৫৩১, কানাডায় এক লাখ ১০ হাজার ৮৭৮, ফ্রান্সে ৮৪ হাজার ৯৫০ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৮৯৫ জন এবং ওমানে ৭৮ হাজার ৩৮৬ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭১ হাজার ৭৭০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৪০৮, সিঙ্গাপুরে ৫৩ হাজার ৯২০, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২০০, অস্ট্রেলিয়ায় ১৮ হাজার ৭৫৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৪৯ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে  ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ আট হাজার ৫৮৮ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Back to top button