বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে আজ মঙ্গলবার এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৩৬ লাখ ৪৫ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ৯৭ হাজার ৯৮০ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৬৩৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১১ লাখ ৯৪ হাজার ৯৬৯ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে এক লাখ ৮৮ হাজার ২৭ জন, স্পেনে এক লাখ ৫১ হাজার ৬৩৩, ইতালিতে ৮২ হাজার ৮৭৯, ইরানে ৭৯ হাজার ৩৭৯, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৮৫৩ এবং ফ্রান্সে ৫১ হাজার ৩৭১ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া তুরস্কে ৬৮ হাজার ১৬৬ জন, কানাডায় ২৬ হাজার ১৭, সুইজারল্যান্ডে ২৫ হাজার ২০০, অস্ট্রিয়ায় ১৩ হাজার ৩১৬, বেলজিয়ামে ১২ হাজার ৩৭৮, দক্ষিণ কোরিয়ায় নয় হাজার ২৮৩, অস্ট্রেলিয়ায় পাঁচ হাজার ৮৮৬ ও মালয়েশিয়ায় চার হাজার ৪৮৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ৫২ হাজার ৩৯৩ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।