Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সেরে উঠেছে সাড়ে ২৮ লাখ মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে সাড়ে ৩০ লাখ ৪২ হাজার ৬৮৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৪০৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৮ লাখ ৪৬ হাজার ৫২৩ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া পেরুতে ৬৭ হাজার ২০৮, মেক্সিকোতে ৬৪ হাজার ৩২৬, সৌদি আরবে ৬২ হাজার ৪৪২, কানাডায় ৪৮ হাজার ৮৭৯, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৫০০,  বেলজিয়ামে ১৫ হাজার ৮৮৭, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৫৯৩, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৪২২, বাংলাদেশে ৯ হাজার ৭৮১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬১৪ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৩৫৩ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৭৩ হাজার ৮৫৮ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 10 =

Back to top button