আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা নিয়ন্ত্রণের ঘোষণা দিল কিউবা

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল নিজের দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে টানা আট দিন কেউ মারা না যাওয়ায় তিনি এ ঘোষণা দেন।

এর ফলে দেশটিতে লকডাউন ধীরে ধীরে তুলে নিতে আগামী সপ্তাহে ঘোষণা দেয়ার সুযোগ তৈরি হলো।

কিউবার এক কোটি ১২ লাখ লোকের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ২শ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৩ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৮৬২ জন। দেশটিতে এখন ২৪৪ জন করোনায় আক্রান্ত রয়েছে।

তবে প্রেসিডেন্ট বলেন, এ অবস্থায় আত্মতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই। কারণ মে মাসের ২৮ তারিখ থেকে নতুন সংক্রমণ বেড়েছে।

শনিবার তিনি বলেন, চলতি সপ্তাহে পূর্বের তুলনায় সংক্রমণ বেড়েছে। তবে আমরা মহামারি সমাপ্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছি।

দিয়াজ ক্যানেল আরও বলেন, অবশিষ্ট যেটুকু রয়েছে তা নির্মূলে আমাদের এখন মনোযাগী হতে হবে।

দেশটিতে স্কুল ও সীমান্ত এখনও বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ এবং বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরোপ করা কয়েক দশকের অবরোধে দেশটির ক্ষতিগ্রস্ত অর্থনীতি মূলত পর্যটন ও বর্হিবাণিজ্যের ওপর নির্ভরশীল। তাই দীর্ঘ লকডাউন চালিয়ে যাওয়া দেশটির জন্যে কষ্টসাধ্য।

ইতোমধ্যে লকডাউনের কারণে দেশটিতে খাদ্য ও জ্বালানী সংকট দেখা দিয়েছে এবং লাখ লাখ লোক দুর্ভোগে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Back to top button