করোনা শনাক্তের হার নামলো ১ শতাংশে
করোনা শনাক্তে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৩৪ জনের নমুনা। এতে করোনা শনাক্ত হয় ২১৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ।
সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এদিকে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ। এর আগে মোট ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্তের সংখ্যা মোট ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যা দেড় বছর পর এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে হলো ২৭ হাজার ৮৭০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজনই নারী। এই দুজনই ঢাকা বিভাগের। তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এসময়ে বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। যা ছিল দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু।