রাজনীতি

করোনা সংকটকালে সরকার এবং দলের নেতাকর্মীরা জনগনের পাশে আছেন: মোহাম্মদ নাসিম

করোনা ভাইরাসের এই সংকট খুব শীগ্গীরই কেটে যাবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তবে এই সংকটকালে সরকার এবং দলের নেতাকর্মীরা জনগনের পাশে আছেন এবং অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন। আওয়ামীলীগ সরকারের আমলে একজন মানুষও না খেয়ে কস্ট পাবে না।

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি শনিবার বিকেল চারটায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া প্রাইমারী স্কুল মাঠে মোহাম্মদ নাসিমের ঈদ উপহার কর্মসুচির উদ্বোধন করে এসব কথা বলেন।

করোনায় বিশ্ব অর্থনীতির বড় বিপর্যয় ঘটলেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার লড়াই শুরু হয়েছে। দেশের দুই কোটি কর্মহীন শ্রমজীবি মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান একটি মানবিক কর্মসুচি উল্লেখ করে তিনি আরো বলেন ঈদের আগেই সবাইকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে।

একজন মানবিক প্রধানমন্ত্রীর পক্ষেই এমন কর্মসুচি গ্রহণ সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। ভিডিও বার্তায় করোনাভাইরাস সংক্রমণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনগনকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন –

তাঁর নির্বাচনী এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়ন থেকেও সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণসহ আর্তমানবতার সেবায় বিনামুল্যে চিকিৎসা এবং ওষুধপত্র বিতরণ করছেন। তাঁর পুত্র তানভীর শাকিল জয় নিজে উপস্থিত হয়ে জনগণের খোঁজ খবর নিচ্ছেন এবং মানবিক সহায়তা দিচ্ছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন- দেশে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বাংলাদেশ সহ বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মানুষের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করার আহবান জানান।

বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মোহাম্মদ নাসিমের ”ঈদ উপহার’ চিনি ময়দা সেমাইসহ খাদ্য সহায়তা কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন জেলা পরিষদেও নির্বাচিত সদস্য গোরাম রব্বানী, বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ সজল ও সাধারন সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =

Back to top button