করোনাভাইরাস: একদিনে হাজারের বেশি শনাক্ত, মৃত্যু আরো ১১ জনের
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আক্রান্তের হিসাবে এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট ১৫ হাজার ৬৯১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।
এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন পুরুষ ও নারী ৬ জন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ২৩৯ জনে দাঁড়াল।
মৃতদের বয়স বিশ্লেষণ করে দেখা যায়:
৭১ থেকে ৮০ বছর বয়সী: ১ জন
৬১ থেকে ৭০ বছর বয়সী: ১ জন
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৪ জন
৪১-৫০ বছর বয়সী: ২ জন
৩১-৪০ বছর বয়সী: ২ জন
২১-৩০ বছর বয়সী: ১ জন
শনাক্ত ও মৃত্যুর দিক থেকে সারাদেশের মধ্যে এখনো এগিয়ে আছে রাজধানী ঢাকা।
সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
বাংলাদেশে করোনার এর সর্বশেষ আপডেটঃ
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ১০৩৪ | ১৫,৬৯১ |
মৃত্যু | ১১ | ২৩৯ |
সুস্থ | ২৫২ | ২৯০২ |
পরীক্ষা | ৭২০৮ | ১২৯৮৬৫ |
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২৫২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হলেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৬৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ২০৮টি নমুনা। মোট ৩৭টি ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২২। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৪ হাজার ৮৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।