Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল ৩০০, মোট আক্রান্ত ২১ হাজার ছুঁই ছুঁই

বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের এবং মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।  এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩১৪ জনের প্রাণহানি হলো।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৫০১টি। দেশে এখন ৩৩টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, মৃত ১৬ জনের মধ্যে সবাই পুরুষ। ১২ জন ঢাকার, ২ জন চট্টগ্রাম বিভাগে এবং রংপুর বিভাগের ২ জন। ‘বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন।’

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ৯৩০ ২০,৯৯৫
মৃত্যু ১৬ ২৩১৪
সুস্থ ২৩৫ ৪,১১৭
পরীক্ষা ৬,৭৮২ ১,৬৭,২৯৪

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, শনিবার (১৬ মে) সকাল পর্যন্ত বিশ্বের ৪৬ লাখ ২৮ হাজার ২২৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত  হওয়ার পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬৪২ জন। অন্যদিকে শনাক্তকৃতদের মধ্যে ১৭ লাখ ৫৮ হাজার ৩২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =

Back to top button