করোনাভাইরাসঃ দেশে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৭০৯
বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন। এক দিনে করোনার সংক্রমণ ও মৃত্যুর এটাই সর্বোচ্চ সংখ্যা।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭০৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন।
মঙ্গলবার ( ২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৯৫০ টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষঃ
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ২৯১১ | ৫২,৪৪৫ |
মৃত্যু | ৩৭ | ৭০৯ |
সুস্থ | ৫২৩ | ১১১২০ |
পরীক্ষা | ১২৭০৪ | ৩৩৩০৭৩ |
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।