Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাসঃ দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমিত ৩৮৬২ এবং রেকর্ড মৃত্যু ৫৩

বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগী এবং আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৩ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।

এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে এবং মোট প্রাণহানি হলো ১২৬২ জনের।

মঙ্গলবার ( ১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুন পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি। ৬১টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ২ হাজার ২৩৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৬৪ জন।

মৃত ৫৩ জনের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী।

এক নজরে বাংলাদেশে করোনার সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত  ৩৮৬২  ৯৪৪৮১
মৃত্যু ৫৩ ১২৬২
সুস্থ ২২৩৭ ৩৬২৩৪
পরীক্ষা ১৭২১৪ ৫৩৩৭১৭

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে ৮১ লাখ ২৮ হাজার ৫০০শ’র বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৫০০’র মতো মানুষ। অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪২ লাখ ৪২ হাজার ৭৭০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Back to top button