Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাসঃ সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ১৬১৭ জন, মৃত্যু আরও ১৬

বাংলাদেশে প্রতিদিন বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬১৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩৮৬ জনের প্রাণহানি হলো।

বুধবার (২০ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আজ ৪৩টি ল্যাবের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। নতুন যুক্ত ল্যাবটি হলো ইউনাইটেড হসপিতাল লিমিটেডের।

ব্রিফিং এ নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ১৩৮টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৮৫২টি।

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও আশার খবর হলো গত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২০৭ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ১,৬১৭ ২৬,৭৩৮
মৃত্যু ১৬ ৩৮৬
সুস্থ ২১৪ ৫,২০৭
পরীক্ষা ১০,২০৭ ২,০০,৮৫২

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, বুধবার (২০ মে) সকাল পর্যন্ত প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ৯৩৩ জন। এই ভাইরাসে মারা গেছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জন।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এখন পর্যন্ত সারাবিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ১৪৯ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ। আর চিকিৎসাধীন রয়েছেন ২৭ লাখ ২ হাজার ৯২৬ জন। এরমধ্যে ৪৫ হাজার ৪২৫ জনের অবস্থা গুরুতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =

Back to top button